Main Menu

জনসাধারণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে জেলা নাগরিক কমিটির মাস্ক বিতরণ

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. হাবিব উল্লাহ্’র নেতৃত্বে শহরের ট্যাংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, কোর্ট রোড, কুমারশীর মোড়সহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্, হাজী আব্দুস সালাম, আলহাজ্ব ইস্কান্দার মিয়া, আলহাজ্ব মোঃ সাঈদুর রহমান সাঈদ সর্দার, আব্দুর রৌফ মোতাইদ, এম এইচ জামান, সাংগঠনিক সম্পাদক এড. আলমগীর, মোঃ কবীর হোসেন, আইন সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, পৌর নাগরিক কমিটির অর্থ সম্পাদক হাজী মোঃ ফরিদ ক্বারী, বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদ।
মাস্ক বিতরণকালে নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, জনসাধারণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে তোলার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটি কাজ করছে। আমরা সচেতন থাকতে পারলে এই ভাইরাসের সংক্রমণ থেকে নিজে তথা সমাজের সকলকে রক্ষা করতে পারবো। এজন্য বিশেষজ্ঞদের দেওয়া নির্দেশনাগুলো আমাদের মেনে চলতে হবে। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করছি।প্রেস রিলিজ






Shares