Main Menu

চোলাই মদ তৈরীর কারখানা উচ্ছেদ এবং ৩০০ লিটার চোলাই মদ ও মদের সরঞ্জামসহ ০৪ জন গ্রেফতার।

+100%-

IMG_1প্রেস বিজ্ঞপ্তি::ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে অত্র থানার এসআই/ইশতিয়াক আহমেদ, এসআই/আলী আক্কাস সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৩/১০/১৫ইং তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করাকালে চোলাই মদ (বাংলা মদ) তৈরীর কারখানা উচ্ছেদ। উচ্ছেদকালে চোলাই মদ (বাংলা মদ) প্রস্তুত করার জন্য কাঁচামাল রাখা ও বিক্রয় করার জন্য ১। চন্দন ঋষি (২০), পিতা-সুনীল ঋষি, সাং-শিমরাইলকান্দি ঋষিপাড়া ২। সতিষ ঋষি (৫০), পিতা-মৃত লাল মোহন ঋষি, সাং-ভাদুঘর ঋষিপাড়া, ৩। অনিল ঋষি (৪৮), পিতা-মৃত তুফান ঋষি, সাং-ঐ, ৪। আঃ মতিন (৪৫), পিতা-মৃত বছর উদ্দীন, সাং-শিমরাইলকান্দি (সিরাজের বাড়ির পার্শ্বে), সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ৩০০ লিটার চোলাই মদ (বাংলা মদ)সহ গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাদের দেখানো মতে ২২টি বড় ড্রাম, ০৩টি পাতিল ও ০২টি বালতির মধ্যে রাখা প্রায় ৩০০০ লিটার চোলাই মদ (বাংলা মদ) প্রস্তুতের কাঁচামাল উদ্ধারপূর্বক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু প্রক্রিয়াধীন। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Shares