Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন:: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ সদস্য

চেয়ারম্যান পদে ৩ জন এবং কাউন্সিলর সাধারণ ও সংরক্ষিত পদে ৫৫ জনের মনোনয়নপত্র জমা

+100%-

zpi

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন সাধারণ ও সংরক্ষিত ৫টি ওয়ার্ডের প্রার্থীরা। সংরক্ষিত ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ডে একজন করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন ১ নম্বর ওয়ার্ডে শাহীন আক্তার খানম, ২ নম্বর ওয়ার্ডে মোসাম্মৎ স্বপ্না বেগম ও ৫ নম্বর ওয়ার্ডে সনি আক্তার। সাধারণ সদস্য পদের ১৪ নম্বর ওয়ার্ডে আবদুল হক এবং ১৫ নম্বর ওয়ার্ডে আবদুল আউয়াল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

তবে সাধারণ সদস্য পদে বাকি ১৩টি ওয়ার্ডে এবং সংরক্ষিত ২টি ওয়ার্ডে একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন এবং কাউন্সিলর সাধারণ ও সংরক্ষিত পদে ৫৫ জন মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ নাখলু আক্তার ও আলেয়া বেগম চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডে নূরুন্নাহার বেগম ও রাজিয়া বেগম।

সাধারণ সদস্য পদে

w1

w2

w3

w4

w5

w6

w7

w8

w9

w10

w11

w12

w13

w14

w15

 






Shares