Main Menu

চেক ডিজ অনার মামলায় শাহ আলমের কারাদন্ড ও জরিমানা

+100%-

Shah Alomডেস্ক ২৪::চেক ডিজ অনার মামলায় মো. শাহ আলম (৪২) নামে এক পলাতাক আসামিকে ৬ মাসের কারাদ- প্রদান করেছেন বিজ্ঞ আদালত। গত বছরের ৮ আগস্ট বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত মো. শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দাতিয়ারা এলাকার আবু তৈয়ব ভূইয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকার বাসিন্দা আবদুস সাত্তারের সঙ্গে শহরের দাতিয়ারা এলাকার আবু তৈয়ব ভূইয়ার ছেলে মো. শাহ আলমের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সুবাদে প্রায়ই শাহ আলম ও আবদুস সাত্তার একে অপরের বাড়িতে আসা যাওয়া করতেন। ব্যবসায়িক কারণে শাহ আলম প্রায়ই সাত্তারের কাছ থেকে নগদ টাকা ধার নিতেন এবং আবার তা ফেরত দিয়ে দিতেন। এমনিভাবে শাহ আলম ও তার পিতা আব তৈয়ব ভূইয়া ব্যবসায়িক প্রয়োজনে ১৫ লক্ষ টাকা ধার চান। এক মাসের মধ্যে ফেরত দিয়ে দেবেন এমন আশ্বাসে সাত্তার শাহ আলম ও আবু তৈয়বকে গত ২০/০৮/২০১১ইং তারিখে কয়েকজনকে সাক্ষী রেখে ১৫ লক্ষ টাকা দেন। এক মাস পর সাত্তার টাকা ফেরত চেয়ে না পেয়ে শাহ আলমকে দ্রুত টাকা ফেরত দেয়ার জন্য বলেন। কিন্তু শাহ আলম দেব-দিচ্ছি বলে ঘুরাতে থাকে। শাহ আলম অসৎ উদ্দেশ্যে গোপন করে গত ০৪/১২/২০১১ইং তারিখে সিটি ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার বিপরীতে তার হিসাব নম্বর সি,ডি/এ নং ১৫৪৪৬১৯৫ এ বিপরীতে সাত্তারকে ১৫ লক্ষ টাকার একটি চেক দেন। যার চেক নং ১১০১১৫৬৭৭৮০০১। পরে সাত্তার চেকটি নিয়ে ক্যাশ করার জন্য সিটি ব্যাংকে জমা দেন। কিন্তু চেকটি তিন তিনবার ০৫/১২/২০১১ইং, ১৪/১২/২০১১ইং এবং ০৭/০২/২০১২ইং তারিখে অপর্যাপ্ত তহবিল মন্তব্যে ডিজ অনার হয়। সাত্তার চেক ডিজ অনারের বিষয়টি প্রতিবারই শাহ আলম ও আবু তৈয়ব ভূইয়াকে জানান, কিন্তু তারা টাকা পরিশোধের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। পর্যাপ্ত টাকা নেই জেনেও প্রতারণার আশ্রয়ে সাত্তারের নামে শাহ আলম চেক প্রদান করে ঘবমড়ঃরধনষব ওহংঃৎঁসবহঃং ১৮৮১ (অসবহফঃ.২০০৬) এর ১৩৮ ধারায় বর্ণিত সুস্পষ্ট অপরাধ সংগঠিত করায় গত ২০/০২/২০১২ইং তারিখে শাহ আলম ও আব তৈয়ব ভূইয়ার প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশটি গত ২২/০২/২০১২ইং ও ২৮/০২/২০১২ইং তারিখে ফেরত আসে। এ ঘটনায় গত ২০/০৩/২০১২ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবদুস সাত্তার বাদী হয়ে মো. শাহ আলম ও তার পিতা আবু তৈয়ব ভূইয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি শাহ আলম পলাতক রয়েছেন। এ মামলায় সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ০৫ আগস্ট ২০১৫ইং তারিখে পলাতক আসামি শাহ আলমকে ৬ মাসের কারাদ- প্রদান করেন এবং ৩০ লক্ষ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। পলাতক আসামি শাহ আলম স্বেচ্ছায় আত্মসমর্পণ কিংবা পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার তারিখ থেকে তার উপর আরোপিত দ-াদেশ কার্যকর হবে বলেও বিজ্ঞ আদালত ঘোষিত রায়ে উল্লেখ করেন।






Shares