Main Menu

গণহত্যার শিকার বীরদের ভুলে গেলে মুক্তিযুদ্ধের চেতনাকেও আমরা ভুলে যাবো–উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীদের হাতে নিহত ৩০ লাখ বীর বাঙ্গালীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে বছরব্যাপী ৩০ লাখ গাছ লাগাবে ঘাতক দালাল নির্মূল কমিটি। গত ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এ গাছ লাগানো কর্মসূচীর উদ্ধোধন করেন। এ কর্মসূচীর অংশ হিসাবে ঘাতক দালাল নির্মূল কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচী শুরু করেছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনার্স কলেজ মাঠে কর্মসূচীর উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি কবি জয়দুল হোসেন এর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পি মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড.কাজী মাসুদ আহমেদ,জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,চিনাইর বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ মকবুল আহমেদ,উপাধ্যক্ষ একেএম শিবলী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এড.লিটন দেব,বিআরডিবির চেয়ারম্যান এমএইচ মাহবুব আলম,কৃষক সমিতির সাধারণ সম্পাদক এমএ রাকিব,নারী সংগঠক আসমা খানম,শিক্ষানুরাগী আবদুল হাই ডিলার,কৃষিবীদ চন্দন কুমার দত্ত,সংস্কৃতিকর্মী তোফাজ্জল হোসেন জীবন,ওয়াহিদ শামীম। এসময় প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,গণহত্যার শিকার বীর বাঙ্গালীদের ভুলে গেলে ধীরে ধীরে মহান মুক্তিযুদ্ধের চেতনাকেও আমরা ভুলে যাবো। আমাদের মহান মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার নারী-পুরুষদের রক্তের উপর আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন,আমরা যেনো প্রতি বছর গণহত্যার ঘটনাকে সামনে রেখে হত্যাকারীদের ঘৃণা জানাতে পারি সেজন্য বর্তমান সরকার ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসাবে প্রতিষ্ঠা করেছে।






Shares