Main Menu

কুমারশীল মোড়ে হাতের অপারেশন করতে এসে প্রাণ গেলো বৃদ্ধার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় আমেনা খাতুন নামে এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৫০) জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণুউরি গ্রামের কাইয়ুম মোল্লার স্ত্রী।
আমেনা বেগমের বড় জামাতা আমির হোসেন জীবন অভিযোগ করে বলেন, গত ৫ই জুন বিকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাম হাতের ব্যাথা পান আমেনা বেগম। পরে কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের সাইদুল ইসলামের মাধ্যমে জেলা শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলামের কাছে আসেন। এ সময় ডাঃ রফিকুল ইসলাম বুধবার বিকালে হাতের অপারেশন করার কথা জানান। বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে গেলে এনেস্থেসিয়া চিকিসৎক ডাঃ পীযুষ কুমার সাহা রোগীকে অজ্ঞান করার ইনজেকশন পুস করেন। এর পরে আর রোগীর জ্ঞান ফিরেনি। পরে তাকে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া আইসিইউ স্পেশালিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, একজন সুস্থ মানুষ কিভাবে মারা যায় আমরা তা জানতে চাই। এখানে ডাক্তারের গাফিলতি ছিলো। আমরা এ ঘটনার সুষ্টু বিচার চাই।

এ ব্যাপারে হাসপাতালের অভিযুক্ত দুই চিকিৎসক অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলাম এবং
এনেস্থেসিয়া চিকিৎসক ডাঃ পীযুষ কুমার সাহার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেন নি।

এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালটি পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো মহিলার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






Shares