Main Menu

কাউন্সিলর আলী আহসান মোঃ কাউছার এর অকাল মৃত্যুতে পৌরসভায় শোক কর্মসূচী ও পুষ্পস্তবক অর্পণ

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচিত কাউন্সিলর আলী আহসান মোঃ কাউছার গত মঙ্গলবার রাত পৌনে ৯টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কাউন্সিলর আলী আহসান মোঃ কাউছার আকস্মিক মৃত্যুর সংবাদ শুনে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজধারণ, মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আজ বৃহস্পতিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে গতকাল বুধবার বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রাঙ্গণে মরহুমের কফিনে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান মেয়র, পৌর পরিষদ ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ। পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেয়র নায়ার কবির, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, কাউন্সিলর আবুল বাশার, শাহ মোঃ শরীফ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আলহাজ্ব ফেরদৌস মিয়া, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, পৌর সচিব মোঃ সামছুদ্দিন, হিসাবরক্ষণ কর্মর্কর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, ইদ্রিস মিয়া অপু, পবিত্র ভূষণ পাল, প্রধান সহকারী মিজানুর রহমান, কর আদায়কারী ইলিয়াছ আহমেদ, ভান্ডার রক্ষক নূর নবী জাহাঙ্গীর, সহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

এ সময় উপস্থিত সকলে মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বাদ জোহর শেরপুর কবরস্থানে জানাজা শেষের মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়।






Shares