Main Menu

করোনা রোগীদের জন্য রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ। প্রাথমিকভাবে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সিলিন্ডার সংখ্যা বাড়ানো হবে বলে ক্লাবের সদস্যরা। শহর ও গ্রামে নিজ বাসভবনে আইসোলেশন থাকা করোনা আক্রান্ত দুঃস্থ ও অসহায় রোগীদের স্বজনরা ফোন করলেই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।
রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট সাংবাদিক মোঃ শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের চার্টার প্রেসিডেন্ট প্রিন্সিপাল মু. মুজিবুর রহমান। অনুষ্ঠানে রোটারীয়ানদের পক্ষে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক রোটাঃ ডাঃ মোঃ শওকত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রোটারীয়ান পিপি ডাঃ সুখেন্দু বিকাশ তালুকদার, রোটারীয়ান পিপি আনিসুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান ডাঃ মোস্তাফিজুর রহমান খান, ক্লাব সেক্রেটারী রোটারীয়ান ইঞ্জিনিয়ার এম এম কামাল উদ্দিন, রোটারীয়ান হুমায়ুন কবির, রোটারীয়ান আনিসুর রহমান মোল্লা শিকু, রোটারীয়ান ডাঃ সাফুয়ান মোঃ সাইদুজ্জামান নাভিল, প্রেস ক্লাবের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুর রহমান খান ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জল চক্রবর্তী প্রমুখ।

উদ্বোধনকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, পর্যাপ্ত সংখ্যক অক্সিজেন সিলিন্ডারের অভাবে অনেক সময় করোনা আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবা প্রদানে অসুবিধা হয়। রোটারী ক্লাবের এসব অক্সিজেন সিলিন্ডার রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবা প্রদানে সহায়ক হবে।






Shares