Main Menu

করোনা আতঙ্কের মধ্যেও ছুটি : জেলা বাজার কর্মকর্তা নাজমুল হক এবং নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়কে ভৎসনা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

এসময় সভায় উপস্থিত থাকা জেলা বাজার কর্মকর্তা নাজমুল হক এবং নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায়কে ভৎসনা করেছেন জেলা প্রশাসক।

সভায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বাজার কর্মকর্তা নাজমুল হককে বলেন, ‘গতকাল (২০ফেব্রুয়ারী) আপনি ছিলেন কোথায়? বাজারে ভ্রাম্যমাণ আদালত ছিল অথচ আপনাকে পাওয়া যায়নি। এভাবে চলতে পারেনা।

এরপরে জেলা প্রশাসক নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অভিজিৎ রায়কে বলেন, আপনাকে শুক্রবার কেউ আপনাকে খোঁজে পায়নি। মোবাইলেও আপনাকে পাওয়া যায়নি। উপজেলার একজন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল ব্যক্তি হয়ে এমন আচরণ মেনে নেওয়া যায় না।

এসময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, করোনাভাইরাসের কারণে সরকারি সকল কর্মকর্তাদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন সরকারি কর্মকর্তাকে বৃহস্পতিবার ঢাকায় গিয়ে রোববার অফিসে আসা চলবে না। কোন কর্মকর্তা যদি সরকারি আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামসুজ্জামান, সিভিল সার্জন শাহ আলম, জেলা আওয়ামীলীগের সেক্রেটারি আল মামুন সরকার, র‍্যাব-১৪ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের, সকল উপজেলার ইউএনও, উপজেলা চেয়ারম্যানগণ, পৌর মেয়রগণ, সকল থানার ওসি, বিজিবির প্রতিনিধি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






Shares