Main Menu

কমরেড রাশেদ খান মেনন হত্যাচেষ্টার দ্রুত বিচারের দাবীতে সমাবেশ করেছেন ওয়ার্কার্স পার্টি

+100%-

Pic-Titasরাশেদ খান মেনন হত্যাচেষ্টার বিচার দ্রুত করার দাবী জানিয়েছেন ওয়ার্কার্স পার্টি। ১৯৯২ সালের ১৭ আগস্ট পার্টি অফিসের সামনে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল। মানুষের ভালবাসায় তিনি প্রাণে বেঁচে গিয়ে আজও মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত রয়েছেন।

বুধবার ‘সন্ত্রাস বিরোধী দিবস’ পালন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ এর সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোঃ নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য ফজিলাতুন্নাহার, দীপক চৌধুরী বাপ্পী, সদস্য এড. মোঃ নাসির, শামসুল আলম, সভায় বক্তারা সন্ত্রাসী জঙ্গীবাদীরা রাশেদ খান মেননকে বারবার আঘাত করার চেষ্টা করেছেন কিন্তু মানুষের অকৃত্তিম ভালবাসায় তিনি এখনও বেঁচে আছেন এবং জনগণের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। রাশেদ খান মেনন এদেশের বাম প্রগতিশীল আন্দোলনের একজন অকুতভয় সৈনিক। তিনি চলমান জঙ্গীবাদ বিরোধী আন্দোলনে যে ভূমিকা পালন করছেন তা দেশে বিদেশে সমাদৃত হচ্ছে। তিনি একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।প্রেস রিলিজ






Shares