Main Menu

এসপি’র স্ত্রী হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

+100%-

f0abe3ec35ef75104f945ebf691e640fডেস্ক ২৪:: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের উদ্যোগে ‘সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী’র ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের পরিচালনায় মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর সফিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.শওকত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি আবদুর রহিম কাসেমী, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, আইন কলেজ অধ্যক্ষ এড.হাবিবুল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সাধারন সম্পাদক মনজুরুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক সৈয়দ মো.ইকবাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অমরেন্দ্র লাল রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, জেলা নাগরিক ফোরামের আহ্বায়ক পীযূষ কান্তি আচার্য, খেলাঘর সেক্রেটারী নীহার রঞ্জন সরকার, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সম্পাদক বাছির দুলাল, আবরনী নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ প্রমুখ।
mithu

মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধ জয় করে যারা দেশ স্বাধীন করেছে গুপ্ত হত্যা করে তাদের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যাবে না। চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে দাবি জানান। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।এ সময় তারা জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মানববন্ধনে জেলা পুলিশের বিভিন্ন শাখার সদস্য, আনছার, আলেম সমাজসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।






Shares