Main Menu

একনেকে তিতাস নদী খনন প্রকল্প অনুমোদন॥ প্রধানমন্ত্রীকে জেলা আওয়ামীলীগের অভিনন্দন

+100%-

hasihasina
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী খনন প্রকল্প মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতত্বে একনেকের সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়।এ প্রকল্পের প্রকল্প ব্যয় অনুমোদন করা হয়েছে ১৫৬ কোটি টাকা।২০১০ সালের ১২ মে ব্রাহ্মণবাড়িয়ায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে জনসমাবেশে তিতাস নদী খননের ঘোষনা দেন।জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি নির্বাচিত হবার পর থেকেই তিতাস নদী খনন প্রকল্প অনুমোদন করানোর জন্য সোচ্চার হন।
এদিকে তিতাস নদী খনন প্রকল্প অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি,জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।






Shares