Main Menu

আসন্ন নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন — জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

brডেস্ক ২৪:: রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, এনএস আইএর উপ পরিচালক মোঃ আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপাপ্ত চেয়ারম্যান জায়েদুল হক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, এডঃ ইসহাক ভূইয়া, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, কমরেড নজরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা প্রমুখ।

সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার নৌকা বাইচ প্রতিযোগিতা করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন করতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি এ সময় একটি সুশৃঙ্খল নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন করতে জেলাবাসীর প্রতি আহবান জানান।






Shares