Main Menu

আশুগঞ্জ সদর ও কসবার ৬ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

+100%-

Brahmanbaria Pic

কসবা ও আশুগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করা ইউপি চেয়ারম্যানরা হলেন, কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু জামাল খান, বায়েক ইউনিয়নের আল মামুন ভূঁইয়া, বিনাউটি ইউনিয়নের মো. ইকবাল হোসেন, গোপীনাথপুর ইউনিয়নের এস.এম.এ মান্নান, মেহারী ইউনিয়নের মো. আলম মিয়া ও কাইমপুর ইউনিয়নের মো. ইয়াকূব আলী ভূঁইয়া এবং আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়নের মো. সালাহ্ উদ্দিন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবীবা, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শপথগ্রহণ অনুষ্ঠানে নব নর্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে আপনাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। আপনাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে আপনাদের ভূমিকা রাখা অত্যন্ত জরুরী।






Shares