Main Menu

আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ৬ জনসহ ২২জনের বিরুদ্ধে দুদকের মামলা

+100%-

sonali-bankonali
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৬ জন ও জেলা হিসাবরক্ষণ অফিসের ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

সোমবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

দুদক প্রতিনিধি জানান, গত ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৬ জন এবং সাবেক জেলা হিসাব রক্ষণ কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা যোগসাজশে সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাৎ করেন। এ সময় তারা মোট ১৬ কোটি ৬ লাখ ২ হাজার টাকা একাধিকবার পরিশোধ এবং যোগফল বেশি করে দেখান।

পরে দুদক এ বিষয়ে তদন্ত শুরু করে ও প্রাথমিক তদন্ত শেষে সত্যতা পাওয়ার পর আজ মামলাটি দায়ের করা হয়। এখন মামলাটি তদন্তের অনুমতির জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলেও জানান দুদক প্রতিনিধি। বর্তমানে অভিযুক্ত কর্মকর্তাদের কেউ অবসরে আবার কেউ কেউ বিভিন্ন জেলায় কর্মরত আছেন।






Shares