Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, নতুন অফিস ভবন উদ্বোধন মোকতাদির চৌধুরী চৌধুরী এমপি

আওয়ামীলীগ সরকার নদী খনন করে কৃষি কাজে সেচ ব্যবস্থা কে সহজতর করেছে

+100%-

bpwbপ্রতিনিধি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিশিষ্ট লেখক ও যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার নদী খনন করে কৃষি কাজে সেচ ব্যবস্থাকে সহজতর করেছেন। যা জনগনের কল্যাণে সারা দেশে নদী ও খাল খননসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নব-নির্মিত দুতলা ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল্লাহ সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বিভাগ (বাপাউবো) কুমিল্লা অঞ্চলের প ও র সার্কেল’র তত্ববধায়ক প্রকৌশলী মোঃ নুরুল আমীন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ্ বাহার, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, যুবলীগ নেতা ইফতেয়ারুল ইসলাম স্বপন, জহিরুল হক, মশিউর রহমান লিটন, জসিম উদ্দিন রানা, হাবিব আব্দুল্লাহ্ সোহেল, বিল্লাল আহমেদ, ছাত্রলীগ নেতা মিনহাজ মামুন, মোমিন মিয়া, শাহাদাৎ হোসেন শোভন প্রমূখ।

উল্লেখ্য, ১ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যায়ে পানি উন্নয়ন বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে।






Shares