Main Menu

আওয়ামীলীগের ইতিহাসের সাথে বাঙ্গালীর সকল মহৎ অর্জনগুলির নিবিড় সম্পর্ক রয়েছে–মোকতাদির চৌধুরী এমপি

+100%-

আনন্দ আয়োজনের ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের হালদার পাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা পর্ব অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি,কেন্দ্রীয় নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর,সহসভাপতি মো.হেলাল উদ্দিন,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভ’ঞা,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন,শাহআলম সরকার,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক তানজিল আহমেদ,তথ্য গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা,কৃষি সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নেসার,উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন,কার্যকরী সদস্য শাহআলম,সদর উপজেলা সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,পৌর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আবদুল মালেক চৌধুরী,জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন,আওয়ামীলীগের ইতিহাসের সাথে বাঙ্গালীর সকল মহৎ অর্জনগুলির নিবিড় সম্পর্ক রয়েছে। আওয়ামীলীগের ইতিহাস বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামের ইতিহাস,বাঙ্গালীর স্বাধীকার,ঐতিহাসিক ৬ দফা আন্দোলন,৬৯ এর গণঅভ্যথ্থথান সফলতার ইতিহাস। মহান একাত্তরের মুক্তিযুদ্ধেও সকল পর্বেই নেতৃত্ব দিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র,ভোট-ভাতের অধিকার আদায়ের সকল সংগ্রামের সাথে আওয়ামীলীগের গৌরবদীপ্ত অংশগ্রহণ আর নেতৃত্বদানের ইতিহাস যুক্ত। আজকের বাংলাদেশে আওয়ামীলীগের নেতৃত্বের সরকার বাংলাদেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত করতে কাজ করছে।






Shares