Main Menu

বিশ্ব মানবাধিকার দিবস

আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন সম্ভব:: অতিঃজেলা প্রশাসক মোহাম্মদ বশিরুল হক ভূঞা

+100%-

human-rightব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূঞা বলেছেন, বিশে^র সর্বত্রই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিটি মানুষের মৌলিক অধিকার। ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করা সম্ভব হলেই মানুষের কাঙ্খিত মানবাধিকার বাস্তবায়ন সম্ভব হবে। তিনি বলেন, অন্যকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নাম মানবাধিকার নয়, কাউকে লাঞ্ছিত করা মানবাধিকার নয়। বরং গৃহ থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত প্রতিটি মানুষের মৌলিক অধিকার যথাযথ ভাবে বাস্তবায়ন করাই হলো মানবাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন সম্ভব।
বিশ্ব মানবাধিকার দিবস -২০১৬ খ্রিঃ উপলক্ষে গতকাল ১০ ডিসেম্বর বিকালে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জেলা চেয়ারম্যান আলহাজ্¦ এ্যাডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল এর সভাপতিতে¦ স্থানীয় জেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত “মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, সমাজের প্রত্যেক মানুষ যখন নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে তখনই ব্যাক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
মানব জীবনের জন্য গুরুত্ববহ এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলহাজ¦ মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সদর উপজেলা কমান্ডার আবু হুরায়রা, অধ্যক্ষ মোঃ ইকবাল হোসাইন, তিতাস গ্যাস সিবিএ কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ রকিব উদ্দিন, জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ ছায়েদুর রহমান আওলাদ, সদর উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি পীরে তরিকত সাদেকুল ইসলাম। সংগঠণের প্রচার সম্পাদক এ্যাডঃ মোজাম্মেল হকের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির সহ-সভাপতি এ্যাডঃ একেএম আব্দুল্লাহ আল মনির (রমজান), সহ-সাধারণ সম্পাদক খবির উদ্দিন, কাজী মাওঃ তাজুল ইসলাম, মাওলানা সায়েদুজ্জামান জাবের, এ্যাডঃ নজরুল ইসলাম, এ্যাডঃ জাহাঙ্গীর আলম, যুবনেতা মোঃ মিজানুর রহমান, ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম, ইঞ্জিঃ জোবাইর আহাম্মদ রানা, এ্যাডঃ আরিফুল ইসলাম, এ্যাডঃ সামছুন্নাহার, মুফতি ছায়েদুর রহমান, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, সাংবাদিক খায়রুল ইসলাম, মোঃ আলকাছ মিয়া, মোঃ মাসুম মির্জা, হযরত আলী, মোঃ আযাদ, হাজী ফরিদ মিয়া, মোঃ জহির মিয়া, মোঃ সোহেল রানা, ছাত্রনেতা ইকবাল হোসেন শাহ বাবুল, ছাত্রনেতা মোঃ আবু তৈয়ব, ছাত্রনেতা শাহীন আল মামুন প্রমুখ।প্রেস রিলিজ






Shares