Main Menu

অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ভর্তির লটারি অনুষ্ঠিত

+100%-
annadaডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষার বিদ্যাপীঠ অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের শিক্ষাবর্ষের ১ম শ্রেণীর ভর্তির লটারি অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় অন্নদা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপত্বিতে ভর্তির লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.রেজওয়ানূর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশিরুল হক ভূইয়া, জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন।
২০১৭ সালের শিক্ষাবর্ষের ১ম শ্রেণীর ভর্তির লটারি অনুষ্ঠানে দিবা ও প্রভাতী শিফটে ১৩০ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এর মধ্যে সাধারন কোটায় ৬০ জন, প্রতিবন্ধী কোটায় ১জন, শিক্ষক কোটায় ১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩ জন নেয়া হয়েছে। এসময় সকল ছাত্রদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। লটারি অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন অন্নদা স্কুলের সহকারী শিক্ষক মনসুর আলী, অর্জুন চন্দ্র দাস, চিন্ময় চক্রবর্তী। ভর্তির লটারি অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক উওম কুমার রায়।





Shares