Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার

অধিকার আদায়ের রাজপথের আন্দোলনে যুবলীগের ইতিহাস গৌরবোজ্জ্বল

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল- মামুন সরকার বলেছেন, অধিকার আদায়ের রাজপথের আন্দোলনে যুবলীগের ইতিহাস গৌরবোজ্জল। অতীতের সুনাম অক্ষুন্ন রেখে যুবলীগ ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে আরো দায়িত্বশীল হতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আবারো বিজয়ী করতে হবে। তৃনমুল পর্যায়ের যুবলীগ নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান তিনি।
তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল রোববার বিকেল তিনটায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আল মামুন সরকার আরো বলেন, দেশে অস্ত্র ও জঙ্গীবাদের মদদদাতা তারেক রহমান ও খালেদা জিয়া। এরা দেশকে পিছিয়ে দিতে সব ধরণের ষড়যন্ত্র করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ এগিয়ে চলছে। দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, উপদপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ্ বাহার, শহর আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া, ছাদেকুর রহমান শরিফ, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগসহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।






Shares