Main Menu

৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় কোনো প্রকার নাশকতা,সন্ত্রাস করতে দেয়া হবে না–আল মামুন সরকার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন,৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে কাউকে কোনো প্রকার নাশকতা,সন্ত্রাস করতে দেয়া হবে না। সকল অশুভ কার্যক্রম প্রতিহত করতে আওয়ামীলীগের নেতাকর্মীরা সর্বদা সতর্ক থাকবে।

তিনি মঙ্গলবার সন্ধ্যার পর শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন,দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ সোচ্চার আছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি তাজ মো.ইয়াছিন,মো.হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খোকন,মুক্তিযুদ্ধ সম্পাদক আলী আকবর,শিল্প-বানিজ্য সম্পাদক শাহআলম, উপপ্রচার সম্পাদক স্বপন রায়,উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন,কার্যকরী সদস্য সৈয়দ মো.আসলাম,মাহমুদুর রহমান জগলু,খোকন কান্তি আচার্য, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার,শহর সভাপতি মুসলিম মিয়া,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোহেল,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মালেক চৌধুরী,সহসভাপতি আলাল উদ্দিন আলাল,জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার,সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম,শহর যুবলীগ আহবায়ক আমজাদ হোসেন রনি,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঞা শিপু,কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ শ্রাবণ।

এতিমের অর্থ আত্মসাৎজনিত দুর্নীতির মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি স্পেশাল ট্রাইবুন্যালের রায় দেয়ার তারিখ নিয়ে বিএনপির হুমকির বিষয়ে করণীয় নির্ধারণ করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সভা ও সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মী সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।






Shares