Main Menu

৭ মার্চের ভাষণ সারা পৃথিবীর সর্বকালের অন্যতম একটি সেরা ভাষণ হিসাবে স্বীকৃত–আল মামুন সরকার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন,বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ সারা পৃথিবীর সর্বকালের অন্যতম একটি সেরা ভাষণ হিসাবে স্বীকৃত। বিশ্বের বেশ কয়েকটি ভাষায় এ ভাষণটি অনুবাদ করা হয়েছে। পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে এ ভাষণ নিয়ে গবেষণা হচ্ছে। তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণই মহান মুক্তিযুদ্ধের প্রধান নির্দেশনা। তাঁর এই ভাষণে বাঙ্গালী জাতি সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা পেয়েছিলো। ৭ই মার্চের পর থেকেই পথে-পথে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম শুরু হয়ে যায়। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের পর সারা বিশ্ব বুঝতে পারে বাঙ্গালীকে আর দাবিয়ে রাখা যাবে না। তিনি মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় স্বাগত ভাষণ দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের এক নং সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মো.হেলাল উদ্দিন,সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী আকবর,কার্যকরী সদস্য সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত জেলা পরিষদ সদস্য সাদেকুর রহমান শরীফ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ,সদর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম দুলাল,সাংগঠনিক সম্পাদক এমএইচ মাহবুব আলম।






Shares