Main Menu

৪ দিন যাবৎ সপ্তম শ্রেণীর ছাত্র সজিব বিশ্বাস নিখোঁজ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ সজীব বিশ্বাস গত ৪ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পাওয়া যায়নি।জানা গেছে, বগুড়া মাজাইল গ্রামের মোঃ সাইদুল বিশ্বাস এর পুত্র মোঃ সজিব বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়াস্থ গ্রীণ ভ্যালি স্কুলের বিল্ডিং-এ ৬ ষ্ঠ তলায় তার মামা মোঃ ইমরান আলীর বাসায় থাকে এবং সে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

গত ৮ নভেম্বর শুক্রবার জুম্মা নামাজ পড়ার বাসা থেকে মধ্যপাড়া ভাউয়াল দিঘীর পাড় জামে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন জানায়, বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয়েছে, সজীবের বয়স ১২ বছর উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি,গায়ের রং শ্যামলা,মুখ মন্ডল গোলাকার তার পরনে ছিল জিন্স পেন্ট ও সাদা হলুদ প্রিন্টের শার্ট। সজীবের সন্ধান পেলে তার মামা মোঃ ইমরান আলী,মোবাইল নম্বর ০১৯১৪২৯১০৩১ বাসা : মধ্যপাড়া গ্রীণ ভ্যালি স্কুলের উপরে ৬ ষ্ঠতলায় সন্ধান দেয়ার অনুরোধ জানান হয়েছে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জিডি করা হয়েছে জিডি নম্বর ৫৩২ তারিখ ০৯/১১/২০১৯।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares