Main Menu

৩০ জুলাই অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন

+100%-

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন। সোমবার জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদস্য উম্মে ফাতেমা বেগম নাজমা শিউলি আজাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মিসেস নায়ার কবির, তাজ মোঃ ইয়াছিন সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।


Shares