Main Menu

সরাইল যুবদলের নতুন আহবায়ক কমিটির আনন্দ মিছিল

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবদলের নতুন আহবায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল । আজ মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সরাইল সরকারি কলেজ হয়ে সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়ক দিয়ে সরাইল সদরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধায় মিছিলটি ফিরে যায়।

পরে মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পথ সভা করে।

আনন্দ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
সরাইল উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এড.আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডি এম দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. সোহেল রানা খাদেম, এড. শামছু উদ্দিন, আতাহার হোসেন বুকুল, সাদেকুর রহমান রঞ্জন, যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন মাস্টার প্রমূখ।

উল্লেখ্য ঃ- সোমবার উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি করা হয় । এতে আবু সুফিয়ান সিদ্দিকীকে আহবায়ক, নুরুল আমিন মাস্টারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোঃ নুর আলমকে সদস্য সচিব করে ।


Shares