Main Menu

সরাইলে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ্ জুয়েল ও ছাত্রদল নেতা রনি ভূঁইয়া নিহত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ্ জুয়েল আর নেই ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নরসিংদীতে তার মৃত্যু হয়। এ নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিনগর এলাকায় ঘটা দূর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুজনে।

নিহতরা হলেন, নাসিরনগর উপজেলার ভলাকূট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ্ জুয়েল (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি মহল্লার হাবিবুর রহমানের ছেলে রনি (৩৫)।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শান্তিগর এলাকায় কোনো একটি গাড়ি ওই দুই মাটরসাইকেল আরোহীকে চাপা দেয়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় রনি ও জুয়েলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। পরে সদর হাসপাতালে জুয়েলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নরসিংদীতে তার মৃত্যু হয়।

জুয়েল বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক। এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান।






Shares