Main Menu

সমন্বিত উদ্যোগ ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখা সম্ভব নয়: অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পণ। পুলিশ ও সাংবাদিক পারস্পরিক কাজ করলে সমাজের উন্নয়ন সম্ভব। ছোট একটি জীবনে অনেক পথ থাকে। একেকজন একেক স্টাইলে পাড়ি দেয়। পরিবেশ অনেককে কুখ্যাত করে তুলে। তারা ফিরে এলে বিখ্যাত হয়। সমাজে আশি ভাগ মানুষের টার্গেট নিজের সুখ স্বাচ্ছন্দ্য তৈরি। বেসিক চাহিদার পর উপভোগ পরে নিজেকে পরিস্ফুটিত করা শেষে আত্মতুষ্টি। পুলিশ ও সাংবাদিকের মূল টার্গেট এক। যদি সে হয় ভাল পুলিশ ও সাংবাদিক। সাংবাদিকরা গভীর সাগরে নাবিকের ক্যাম্পাস। দিক নির্দেশনা দিয়ে থাকে। নাসিরনগরের ঘটনায় আমি সাংবাদিকদের পাশে পেয়েছি। শহরে মোটরসাইকেল চুরিরোধে শিঘ্রই ব্যবস্থা নিচ্ছে পুলিশ। রাতের টহল জোরদার করতে ব্যবস্থা নেয়া হচ্ছে। সমন্বিত উদ্যোগ ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখা সম্ভব নয়।

তিনি গতকাল রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সৈয়দ মিজানুর রেজা, দৈনিক সমতট বার্তার সম্পাদক মন্জরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, আ.ফ.ম কাউসার এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সহ-সভাপতি পিযুষ কান্তি আচার্য, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আব্দুন নূর, সাংবাদিক মোঃ মনির হোসেন প্রমুখ। পরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি






Shares