Main Menu

সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক: ব্রাহ্মণবাড়িয়ায় হিজরাদের পার্লার উদ্বোধনে এসে ডেপুটি স্পিকার

+100%-


জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইবো সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠির একটি বিউটি পার্লার উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহযোগীতায় শহরের পুরাতন জেলরোডস্থ পুলিশ ভবন মার্কেটে উত্তরণ-৩ নামে একটি বিউটি পার্লার খোলা হয়েছে। হিজড়ারা এ পার্লার পরিচালনা করবেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফজলে রাব্বি মিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন-নেছা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির প্রমুখ।






Shares