Main Menu

সদর থানার দক্ষিণ অঞ্চলের আইনজীবিগণের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

+100%-

miladপ্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দক্ষিণ অঞ্চলের (পুরাতন রামরাইল, সুলতানপুর, মাছিহাতা, বাসুদেব) এর আইনজীবিগণের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার কাউতলীস্থ নোওমী হোটেল অনুষ্ঠিত হয়েছে।

ইফতারপূর্ব আলোচনা সভায় সিনিয়র আইনজীবি এডঃ এম. এ করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবি সমিতির পি.পি. এডঃ নূর মোহাম্মদ জামাল। সাবেক ভি.পি. এডঃ এমদাদুল হক চৌধুরী’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ সারোয়ার ই আলম, সেক্রেটারী এডঃ এডঃ সৈয়দ আব্দুল কবির তপন, সাবেক সেক্রেটারী এডঃ তারিকুল ইসলাম খান রুমা, এডঃ গোলাম সারোয়ার খোকন, এডঃ দ্বীন ইসলাম, এডঃ আবুল কালাম আজাদ, এডঃ ফরিদ উদ্দিন আহমেদ খান, এডঃ বশির আহমেদ, এডঃ ইসমাইল মিয়া, এডঃ ইসহাক মিয়া, এডঃ নবী হোসেন, এডঃ সামসুজ্জামান চৌধুরী কানন, এডঃ কবির খলিফা প্রমখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডঃ আব্দুল্লাহ আল মামুম খান তৈমুর, এডঃ এ কে এম বদরুল আলম, এডঃ আল আমিন খান, এডঃ জাকির খান, এডঃ আরিফ খান, এডঃ মহিউদ্দিন মাহি, এডঃ রানা, এডঃ শামীমা করিম রুনা ও এডঃ দোলনা বেগমসহ সদর থানার দক্ষিণ অঞ্চলের অর্ধশতাধিক আইনজীবি।

সভাশেষে দীর্ঘ আলোচনার পর আগামীদিনে সংগঠন গতিশীল ও সাংগঠনিক রূপ দেওয়ার জন্য এক আহবায়ক কমিটি এডঃ সিরাজ আবিদকে আহবায়ক ও এডঃ এমদাদুল হক চৌধুরীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


Shares