Main Menu

সদর উপজেলার নরসিংসার গ্রামে টর্ণেডোর ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারকে প্রশাসনের পক্ষ ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান

+100%-

গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নরসিংসার গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টর্ণেডোর আঘাতে অন্তত ২০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারকে সরকারের ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে ক্ষতিগ্রস্থ দের হাতে নগত টাকা এবং ডেউটিন তুলে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা। এসময় তারা জানান বেশি ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারকে দুই বান্ডিল টিন এবং ৬হাজার টাকা এবং কম ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে ১বান্ডিল টিন এবং ৩ হাজার টাকা নগত প্রধান করা হয়েছে। স্থানীয় ভাবে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করা হবে ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান , সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম সহ ক্ষতিগ্রস্থ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন






Shares