Main Menu

ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সম্মিলন ও সাংষ্কৃতিক অনুষ্ঠান, মাদক বিরোধী কার্যক্রমে শিল্পীদের একাত্মতা

সকল শিল্পীদের ঐক্যবদ্ধতায় সংস্কৃতি চর্চা গতিশীল হবে — পৌর মেয়র মিসেস নায়ার কবীর

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র মিসেস নায়ার কবীর বলেছেন, সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ায় সকল শিল্পীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াসে সংস্কৃতি চর্চা গতিশীল হবে। তিনি বলেন সম্মিলিতভাবে সংস্কৃতির ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে শিল্পীদের ঐক্যবদ্ধতা এবং ভ’ূমিকা গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ শিল্পীদের ঐক্যবদ্ধাতার যে সূচনা করেছে তাতে সংস্কৃতিচর্চায় নবউদ্যম ও জাগরণ সৃস্টি হবে বলে আমি আশাবাদী। তিনি সংস্কৃতিচর্চাকে বিকশিত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উদ্যোগে সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে শিল্পী সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিল্পী সংসদের আহবায়ক আল আমীন শাহীন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,লায়ন্সে সাবেক জেলা গভর্নর স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। মাদক বিরোধী কার্যক্রমে শিল্পীদের একাত্মতায় অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল কবীর, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী সংসদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, উপদেষ্টা ও সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, উপদেষ্টা ও তিতাস ললিতকলা একাডেমির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংগীত শিল্পী সেহেলী মাসুদ।

ব্রাহ্মণবাড়িয়া অন লাইন টিভির সম্পাদক সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিল্পী সংসদের সদস্য সচিব ফারুক আহদে পারুল। অনুষ্ঠানের শুরুতে মাদক বিরোধী কার্যক্রমে একাত্মতা জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবীর সহ অতিথিদের সমন্বয়ে শিল্পী সংসদের শিল্পীরা মাদক বিরোধী গণ সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে আশির দশকে সাড়া জাগানো যাদু শিল্পী রুহুল আমীন সেলিম যাদুকর যাদু এবং মুকাভিনেতা শেখ মাহবুবুর রহমান মুকাভিনয় পরিবেশন করেন। পরে আলী মোসাদ্দেক মাসুদ এর তত্বাবধানে ফারুক আহমেদ পারুল, দেবাশীষ দেবু ফরিদ আহমেদ সাগর এর সংগীত পরিচালনায় স্মৃতি সবুরের সঞ্চালনায় সংগীতানুষ্ঠান হয়। সংগীত এর বিভিন্ন পর্বে অংশ গ্রহণ করেন সঙ্গীত প্রশিক্ষক মোঃ হেলালউদ্দিন, ফারুক আহমেদ পারুল, আসিফ ইকবাল খান, দেবাশীষ দেবু, মোঃ হোসেন,ফরিদ আহমেদ সাগর,নবনীতা রায় বর্মণ,মোঃ শাহজাহান,আবুল কালাম আজাদ,সফিকুল ইসলাম তৌছির,মোজাম্মেল চৌধুরী,সোহেল রানা,জয়নাল আবেদীন,কিবরিয়া চিশতী, শামসুদ্দিন খান,সুদীপ্ত সাহা মিঠু,সঞ্জিব রায়,জেবিন, বিপু মুন্সী, বায়োজিদ বোস্তামী,উর্মিলা প্রিয়া, স্মৃতি বাসির,অভিজিৎ সাহা, মাসুদ রানা,রাবেয়া জাহান মিম, তিশা, রিক্তা,সাথী উসলাম,শেখ মিতু, সামান্তা,মিল্টন সাহা,নিবেদিতা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি






Shares