Main Menu

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল

শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-আল মামুন সরকার

+100%-

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার শহরের মেড্ডাস্থ উল্লাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি বারীন্দ্র নাথ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তাজ মোঃ ইয়াছিন, জেলা আওয়ামী লীগের মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক স্বপন রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা হাজী জসিম উদ্দিন জমসেদ, সড়ক পরিবহন শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোঃ দুলাল মিয়া, সহ সভাপতি এডঃ নূরজান মিয়া, হাজী এমরান হোসেন, সাবেক পৌর কমিশনার আতিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ খবির উদ্দিন, কাজী মজিবুর রহমান সাচ্চু, প্রচার সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক শরিফ আহমেদ, অর্থ সম্পাদক শাহ কামাল চিশতী। এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। এ রমজান থেকে শিক্ষা গ্রহণ করে মুসলিম সম্প্রদায়কে আল্লাহ রসুল প্রদত্ত জীবনদর্শন অনুসরন করে পার্থিব জীবন লাভ করতে হবে। বক্তারা সকলকে ইসলামের অনুসৃত পথ অনুসরনের মধ্য দিয়ে জীবন গড়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া তাদের দক্ষ সাংগঠনিকতার পরিচয় দিয়েছে। তারা বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ শ্রমিকের পাশে দাঁড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আমি আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে ঝাপিয়ে পড়বে।






Shares