Main Menu

শোক সংবাদঃঃব্রাহ্মণবাড়িয়া শহরের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এডভোকেট সৈয়দ মোহাম্মদ আঙ্গুর সাহেব আর নেই(ভিডিও)

+100%-

Syed angorশোক সংবাদঃঃ ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগর গোকর্ণ সৈয়দ বাড়ির সন্তান, ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ার বাসিন্দা প্রবীণ আইনজীবি, সাবেক এপিপি, এপেক্স ক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব এড.সৈয়দ মোহাম্মদ আঙ্গুর গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টা ২৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহে—-রাজেউন) ।

মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৭৬ বৎসর। তিনি স্ত্রী ১ পুত্র ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার মরহুমের নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ মাঠে অনুষ্টিত হয়। পরে শেরপুর গোরস্থানে দাফন করা হয়েছে। উনার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

IMG_20160601_173253


Shares