Main Menu

শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়াতেই শুরু হচ্ছে করোনার এন্টিজেন্ট পরীক্ষা

+100%-

শীতে বাড়তে পারে করোনার প্রকোপ। করোনার দ্বিতীয় ধাপের প্রকোপ রোধে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে করোনা আক্রান্ত সনাক্তে দেশের ১০টি জেলায় এনিটজেন্ট টেস্টের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, সর্দি, কাশি উপসর্গ থাকলে প্রাথমিক ভাবে এন্টিজেন্ট টেস্ট করতে হবে। ফলাফল পজিটিভ আসলে রোগীকে আইসোলেশন সেন্টারে নিয়ে চিকিৎসা চালানো হবে। উপসর্গ থাকার পরও ফলাফল নেগেটিভ আসলে আরটিপিসিআর পরীক্ষা করা হবে। শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এ টেস্ট শুরু হবে। দেশের ১০টি জেলায় পাইলট প্রকল্পের আওতায় করোনা নির্নয়ে প্রাথমিক এ পরীক্ষা শুরু হচ্ছে। আরটিপিসিআর পরীক্ষাগার নেই এমন জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোতে এ পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। পরীক্ষার জন্য প্রথমে রোগীকে ১শত টাকা ফি দিতে হবে। এন্টিজেন্ট পরীক্ষায় পজেটিভ আসলে রোগীকে আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন জানিয়েছেন, তাদের তিনজন স্বাস্থ্য কর্মী ঢাকা গিয়ে এ সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন। হাসপাতালে পরীক্ষা কার্যক্রম চালানোর জন্য ৫শতাধিক কিট আনা হয়েছে। তারা প্রস্তুত রয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে রোগীদের পরীক্ষা শুরু করতে পারবেন বলেও জানান তিনি।


Shares