Main Menu

রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

+100%-

১৭ সেপ্টেম্বর’ ২০১৭ইং রোববার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে মায়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় টেংকের পাড় ময়দান থেকে জমায়েত হয়ে কয়েক সহস্রাধিক তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক টিএরোড হয়ে কাউতলী মোড় গোলচত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ আল্লামা শায়খ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

‚

এতে বক্তব্য রাখেন আল্লামা মুফ্তী মুবারকুল্লাহ, মুফ্তী শামসুল হক, মুফ্তী আব্দুর রহিম কাসেমী, মাওলানা মেরাজুল হক কাসেমী, মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুল হাফিজ জিহাদী, মাওলানা মারুফ কাসেমী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা আব্দুল হক, মাওলানা আতহার আলী, মুফ্তী মাকবুল, মাওলানা ইউসুফ প্রমুখ। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন আল মতিন।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে আরাকানে নির্যাতিত শরণার্থী মুসলমানদের ফিরিয়ে নিতে হবে এবং গণহত্যার দায়ে অংসান সুচীকে ফাঁসি দিতে হবে। বক্তাগণ বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করার জন্য দেশের বিত্তবান ও সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহবান করেন এবং আগামী ২১ সেপ্টেম্বর ২০১৭ইং, বৃহস্পতিবার সিলেট থেকে টেকনাফমুখী রোডমার্চকে সফল করার আহবান জানান। সমাবেশ শেষে আল্লামা মুফ্তী মুবারকুল্লাহ দোয়া পরিচালনা করেন।
এদিকে বাদ জোহর জেলা হেফাজতে ইসলামের এক জরুরী পরামর্শ সভা জামিয়া ইউনুছিয়ার দফতরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী। পরামর্শ সভায় আগামী ২১ শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাদ জোহর বিশ্ব রোড মোড়ে রোডমার্চকে স্বাগত জানানোর লক্ষ্যে এক বিশাল পথ সভার সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভায় দলে দলে যোগদান করার জন্য তৌহিদী জনতার প্রতি আহবান জানানো হয়।


Shares