Main Menu

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের আয়োজনে বিনামূল্যে ঠোটকাটা ও তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

+100%-

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের আয়োজনে বিনামূল্যে ঠোটকাটা ও তালুকাটা রোগীদের অপারেশন গত ২০ ও ২১ ফেব্র“য়ারী দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। গত ২০ ফেব্র“য়ারী এই কর্মসূচীর উদ্বোধন করেন বিজিএফসিএল এর মহাব্যবস্থাপক (টেকনিক্যাল সার্ভিসেস) প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহযোগী অধ্যাপক (প্লাস্টিক সার্জারী বিভাগ) ডাঃ শরীফ হাসান, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের চার্টার প্রেসিডেন্ট মু. মুজিবুর রহমান, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের পাস্ট প্রেসিডেন্ট ও জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এফ জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ বিগ্রেডিয়ার (অব) প্রফেসর ডাঃ শফিকুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ত্ব করেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট রোটাঃ ক্ষমা রাণী কর।

স্বাগত বক্তব্য রাখেন প্লাস্টিক সার্জারী ক্যাম্পের চেয়ারপার্সন রোটাঃ ডাঃ মোঃ মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটাঃ শফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান তপু বলেন, আর্ত মানবতার সেবায় রোটারীয়ানরা কাজ করে এটি অত্যন্ত মহতী উদ্যোগ। বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানীর পক্ষ থেকে রোটারী ক্লাব অব ব্রাহ্মনবাড়িয়া তিতাসের উদ্যোগকে সাধুবাদ জানাই। উল্লেখ্য, দুইদিন ব্যাপী ক্যাম্পে প্রায় শতাধিক ঠোটকাটা ও তালুকাটা রোগীর অপারেশন করা হয়।






Shares