Main Menu

রমজান থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর পথচলা আরো সুগম করতে হবে — পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম

+100%-

সোমবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে জেলা কমিউনিটি পুলিশিং, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ তানভীর ভূইয়া, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আয়কর উপদেষ্টা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু সাঈদ।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষাকে গ্রহণ করে আমাদের আগামী পথচলা আরো সুগম করতে হবে। আমাদের সব সময় সৎভাবে এবং সঠিকপথে চলতে হবে। তাহলে আমরা সকলেই শান্তিতে বসবাস করতে পারবো।






Shares