Main Menu

নাগরিক সমাজের ঈদ সামগ্রী বিতরণ

রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে: শফিকুল আলম এমএসসি

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি বলেছেন, রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তবেই আমাদের পরবর্তী জীবন সুন্দর হবে। তিনি গতকাল সকালে জেলা নাগরিক সমাজের উদ্যোগে শহরের লোকনাথ দিঘীরপাড় এলাকায় নিু আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জননেতা হাজী তাজ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম, সমাজসেবক মোঃ আল আমিন, নাগরিক সমাজের যুগ্ম সম্পাদক মোঃ বাবুল মিয়া, যুব নাগরিক সমাজের সভাপতি মোঃ আব্দুল আউয়াল শিপলু, মোঃ জহিরুল হক, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সোরাফুর রহমান নাঈম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাজী শেখ মোঃ শফিকুল ইসলাম, ফখরুজ্জামান, রোকেয়া রহমান, নাছরিন হাওলাদার শিশির, নাঈমুল ইসলাম পলাশ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সিয়াম সাধনা আমাদেরকে সংযমী হতে শিক্ষা দেয়। এই শিক্ষাকে ব্যক্তি, সমাজ তথা দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে হবে। তিনি বলেন, নাগরিক সমাজের এই উদ্যোগ প্রশংসনীয়। সমাজ থেকে ধনী গরীবের ব্যবধান গোছাতে এইভাবে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাকে একটি সুন্দর সুখী ও সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া।






Shares