Main Menu

মশক নিধন অভিযানের মূল উদ্দেশ্য জনগণকে সচেতন করা — পৌর মেয়র নায়ার কবির

+100%-

মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যালয় প্রাঙ্গণ থেকে পৌরসভা কর্তৃক প্রথমবারের মতো সমগ্র পৌর শহরে মশক নিধন অভিযানের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডঃ কামরুজ্জামান অপু, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

অভিযানের উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, এডিস মশা থেকেই যেহেতু চিকনগুনিয়া রোগের ভাইরাস ছড়ায়, তাই এই মশার উৎপত্তি স্থল নিধন কার্যক্রম আমরা প্রতীকীভাবে শুরু করেছি। আমাদের মশক নিধন অভিযানের মূল উদ্দেশ্য জনগণকে সচেতন করা। আমরা সচেতন হলে এ সকল ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব।






Shares