Main Menu

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় অাসছেন বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ অাহমাদ বিন ইউসুফ অাল-অাযহারী

+100%-

15451187_1710667009248330_1066356737_nবিশ্ববিখ্যাত ক্বারী বাংলাদেশের গৌরব শায়খ অাহমাদ বিন ইউসুফ অাল-অাযহারী অাগামিকাল ব্রাহ্মণবাড়িয়ায় অাসছেন । জামিয়া ইউনুছিয়ার সাবেক প্রিন্সিপ্যাল শায়খুল হাদিস অাল্লামা মুফতি নূরুল্লাহ রহ. ও এলাকার মৃতব্যাক্তিদের রুহের মাগফিরাত কামনায়  বিকেল ৪ টায় শিমরাইলকান্দী বিএডিসি প্রাঙ্গণে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অাকর্ষণ হিসেবে তিনি ক্বেরাত পরিবেশন করবেন । এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন দেশের প্রখ্যাত ওয়ায়েজ অাল্লামা খালিদ সাইফুল্লাহ অাইয়ূবী দা. বা. । এছাড়াও এ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম নসিহত করবেন । উক্ত মাহফিলে দল-মত নির্বিশেষে অংশগ্রহনের জন্য অাহবান জানিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অাহবায়ক শাহ মোহাম্মদুল্লাহ নূর, সদস্য সচিব এইচ এম হাবীবুল্লাহ, প্রচার ও প্রকাশনা নিয়ন্ত্রক মুহাম্মদ অাবু হানিফ নোমান প্রমূখ ।


Shares