Main Menu

ভ্রাম্যমান আদালতের অভিযান:: বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পৌনে দুই লাখ টাকা জরিমানা আদায়

+100%-

41872স্টাফ রিপোর্টার :: গতকাল সোমবার দুপুরে ভেজাল, অপরিচ্ছন্নতার দায়ে এবং বিএসটিআই অনুমোদনহীন খাদ্য সামগ্রী পাওয়ায় সদর উপজেলার বিসিক শিল্পনগরীর গোলাপ ফুড, ভাই ভাই মুড়ি ও জেসমিন সেমাই কারখানাকে পৌনে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্টেট বি এম রুহুল আমিন রিমন। এ সময় তাঁর সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোসাব্বেক হোসেন রাজিব ও বিসিক শিল্পনগরীর কর্মকর্তা। উল্লেখ্য, গোলাপ ফুড থেকে ৫০ হাজার, ভাই ভাই মুড়ি থেকে ৭৫ হাজার ও জেসমিন সেমাই কারখানা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।






Shares