Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে মৃদু ভূমিকম্প।ভূমিকম্পের উৎপত্তিস্থল আখাউড়ার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭।

জার্মান ভূ-কম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেডের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল  আখাউড়ার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে; এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আর ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হচ্ছে, ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার। এর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। গভীরতা ৩৩ কিলোমিটার।






Shares