Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চিকিৎসক সহ ২৭ জন করোনায় আক্রান্ত, উপজেলায় ৩১৯ জন শনাক্ত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজ্বলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ নতুন ২৭ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ই জুন) সন্ধ্যায় আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়।

আক্রান্তদের মধ্যে শুধু সদর উপজেলায় নতুন ২৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে। এর মধ্যে- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ১জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হেলথ্ এসিস্ট্যান্ট ১জন, মুন্সেফপাড়া ১জন, পাইকপাড়া ৩জন, কাজীপাড়া ১জন, কুমারশীল মোড়- আমিন কমপ্লেক্স ১জন, কান্দিপাড়া ১জন, মোড়াইল ১জন, মৌলভীপাড়া ২জন, পুনিয়াউট ১জন, মেড্ডা ২জন, সবুজবাগ-মেড্ডা ১জন, মধ্যপাড়া ১জন, ভাদুঘর পিবিআই এর পুলিশ সদস্যসহ ২জন, জগৎ বাজার ১জন, পিরবাড়ি ১জন৷

এছাড়া সদর উপজেলার ঘাটুরা ১জন, বিশ্বরোড কৃষি ব্যাংকের ১জন, উলচাপাড়া ১জন, নয়নপুর ১জন, হাবলাউচ্চ ১জন ও মালিহাতা ১জন আক্রান্ত হয়েছে।

 


Shares