Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩০ জন করোনায় আক্রান্ত, উপজেলাভিত্তিক সর্বোচ্চ শনাক্ত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১জন চিকিৎসক ও সাংবাদিকসহ নতুন ৩০জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সদর উপজেলায় ২৯২ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।

রবিবার (২৮ই জুন) সন্ধ্যায় আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, ঢাকা পিসিআর ল্যাবের গত ২১ ও ২২ই জুনের নমুনা রিপোর্টে এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের গত ২৬ ও ২৭ই জুনের নমুনা রিপোর্টে সদর উপজেলায় ৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শুধু রবিবারের পিসিআর রিপোর্টে জেলায় ৯৪ জন করোনা ভাইরাস পজিটিভ আসছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউতলী ৫জন, কাজীপাড়া সাংবাদিক ও যুবলীগনেতা সহ ৩জন, উত্তর পৈরতলা ২জন, বাগানবাড়ি ২জন, পূর্ব পাইকপাড়া ২জন, সদর হাসপাতালের চিকিৎসক ও আয়াসহ ২জন, কান্দিপাড়া ১জন, ভাদুঘর ১জন, গোকর্ণঘাট ১জন, পুনিয়াউট ১জন, উত্তর মুড়াইল ১জন, বনিকপাড়া ১জন, ফুলবাড়িয়া ১জন, শান্তিবাগ ১জন, পাওয়ার হাউজ রোড ১জন, সদর উপজেলার ছোটহরণ ১জন, উলচাপাড়া ১জন, বুধল ১জন, নাটাই ১জন ও আটলা ১জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২৮ই জুন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১৫৬ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ১০জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬২৭ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৯১২৮ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৮২১০ জনের রিপোর্টে ৮৮৭ জন আক্রান্ত হয়েছে৷


Shares