Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ “মেডিসিন ক্লাব” এর আয়োজনে ব্লাড গ্রুপিং

+100%-

২৩ জুলাই,রবিবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ “মেডিসিন ক্লাব” এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য ৩ টি কলেজের প্রায় ৬৫০ জন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে।এখানে অংশগ্রহণ করে প্রায় ৪০ জন মেডিসিন ক্লাব সদস্য।কলেজ সমূহ হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ,আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং উবায়দুল মোক্তাদির মহিলা কলেজ।ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ছাত্র-ছাত্রীরা গ্রুপিং এ অংশ নেয়।অনুষ্ঠানের শুরুতে প্রতিটি কলেজের অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।তারা তাদের সংক্ষিপ্ত বক্তৃতায় শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং সম্পর্কে উদ্বুদ্ধ করেন।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সোপানুল ইসলাম সোপান তাঁর বক্তৃতায় ছাত্রছাত্রীদের  ব্লাড গ্রুপিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে মূল্যবান বক্তৃতা প্রদান করেন।তিনি মেডিসিন ক্লাবের সর্বাঙ্গীণ মংগল কামনা করেন।আলোচনায় আরো বক্তব্য রাখেন মেডিসিন ক্লাবের আহবায়ক মাহমুদুর রহমান সাব্বির এবং সদস্য সচিব ইমদাদুল হক চৌধুরী।মেডিসিন ক্লাব একটি সামাজিক স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান,যাদের কার্যক্রমের মধ্যে ব্লাড গ্রুপিং,বিনামূল্য রক্তদান কর্মসূচি,থ্যালাসেমিয়া সম্পর্কিত স্বাস্থ্যসেবা,হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশন উল্লেখযোগ্য।অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিল প্রজেক্ট খাতা-কলম।প্রেস রিলিজ






Shares