Main Menu

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছা প্রদান অব্যাহত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে জয়ীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার নব নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদকের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটির পক্ষে এর সাধারন সম্পাদক শিশির সিকদার, সিইও মুক্তি খান, আবদুল মালেক ও পার্থ কিবরিয়া। এছাড়া শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া চেম্বার পরিচালক ও রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিড টাউনের প্রেসিডেন্ট আবদুল মালেক, মসজিদ রোড ও মহাদেব পট্টি রোড কমিটির সাধারন সম্পাদক আবদুল মালেক।

আরো শুভেচ্ছা জানান ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নূর শামস। এসময় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহিন, নব নির্বাচিত কমিটির জ্যেষ্ঠ সহ- সভাপতি পীযূষ কান্তি আচার্য, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দফতর সম্পাদক শাহজাহান সাজু, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, ফরহাদুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)


Shares