Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরকে ভিক্ষুকমুক্ত করতে পৌর পরিষদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরকে ভিক্ষুকমুক্ত করতে পৌর পরিষদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১১ অক্টোবর বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, সহকারী পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, আব্দুল হাই ডাবলু, খবির উদ্দিন আহমেদ, শাহ মোঃ শরীফ ভান্ডারী, সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, মাহমুদা রহমান, সালমা বেগম, পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফারী, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে মুক্ত করে কর্মসংস্থানের পথে আনাই আমাদের মূল উদ্দেশ্য। সরকার চায় আমাদের দেশ সম্পূর্ণ রূপে ভিক্ষুকমুক্ত হউক। কারণ আমরা বর্তমানে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের এই অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে চাই।

 






Shares