Main Menu

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের মাঝে পিপিই প্রদান

+100%-

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের মাঝে পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইক‌্যুইপমেন্ট) প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে শহরের টি,এ রোডে সংগঠনের কার্যালয়ে বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রদত্ত পিপিই তুলে দেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান।

এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আরজু প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি। পরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের জেলায় কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেয়া হয়।


Shares