Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা সৃষ্টি আন্দোলন ও শহীদ পলু দিবস পালিত

+100%-

২৭ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৩৪তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে শহরের লোকনাথ দীঘির টেংকের পাড় থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর কমিউনিটি সেন্টার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা উন্নয়ন পরিষদের আহবায়ক মীর মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব এহছান উলাহ মাসুদ, যুগ্ম আহবায়ক আলী মাউন পিয়াস, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম প্রমূখ। এর আগে শেরপুর কবরস্থানে শহীদ পলুর রূহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করা হয়। এছাড়াও সকল মসজিদ, মন্দির, গীর্জায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ৩৪ বছর আগে ১৯৮৩ সালে জেলা ঘোষণার দাবিতে সর্বদলীয় জেলা আন্দোলন সংগ্রাম পরিষদের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পালন করতে থাকে একের পর এক কর্মসূচী। আন্দোলন তীব্র গণআন্দোলনে রূপ নেয়ার পরও সেনা শাসকের সরকার দাবী না মানায় ২৭ নভেম্বর ডাকা হয় অনির্দিষ্ট কালের হরতাল কর্মসূচী। হরতালে বিডিআরের গুলিতে শহীদ হন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ওবায়দুর রউফ পলু। পরে ১৯৮৩ সালের শেষ নাগাদ নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মহকুমার বিলুপ্তি ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে জেলার স্বীকৃতি ঘোষণা করেন।

#






Shares