Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

+100%-

১৪/০১/২০২০ইং রোজ মঙ্গলবার শহরের দঃ পৈরতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন পুনশ্চ কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির এর সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক এমপি জননেতা আবুল খায়ের ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) জননেতা মোঃ মোস্তাক মিয়া, জাতীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক এমপি জননেতা এম.এ খালেক, তকদির হোসেন মোঃ জসিম, এডঃ রফিক সিকদার, সালাহ্্ উদ্দিন ভুইয়া শিশির, শেখ মোঃ শামীম। উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি থেকে সহ সম্পাদক পদে দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ সহ জেলার প্রতিটি উপজেলা ও পৌর বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত কেন্দ্রিয় নেতৃবৃন্দ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের নিকট থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থার খোজ খবর নেন। সভা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমের উপর সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামী দিনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলকে আরো বেগবান করার লক্স্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন স্বাক্ষরিত, এক প্রেস বার্তায় এই সংবাদ নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তি


Shares